সংবাদ শিরোনাম

recent

মান্নারগাও ইউনিয়ন বিএনপির আহবায়কে বহিষ্কারব দাবি


দোয়ারাবাজার থেকে মামুন মুনশি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে সোমবার (২১ জুলাই) রাতে বিএনপির ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে আহ্বায়ক করা হয়।

তবে এর পরদিন মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আমবাড়ি বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটির ছয় সদস্য আবু হেনাকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান। তারা অভিযোগ করেন, আবু হেনা আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং দলের বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে অতীতে আওয়ামী লীগের প্রোগ্রামেও অংশগ্রহণ করেছেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ত্যাগী নেতারা মামলা-হামলার শিকার হয়েও দলের সঙ্গে ছিলেন, অথচ আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত আবু হেনা আজিজ অর্থের বিনিময়ে পদ পেয়েছেন। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে তাকে পদচ্যুত করার দাবি জানান এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। প্রয়োজনে তার বিরুদ্ধে মামলারও হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক ইসমাইল আলী, সদস্য তারেক আজিজ, আলা উদ্দিন, আব্দুল গফুর খান, মকবুল হোসেন ও আবু বকর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখলাসুর রহমান তালুকদার, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবদল নেতা কৃষ্ণমোহন রায়, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

আবু হেনা আজিজ এ বিষয়ে বলেন,"উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক যাচাই-বাছাই করেই আমাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন।"

উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার বলেন, "আমরা নিয়ম মেনে যাচাই করে কমিটি দিয়েছি। তাঁর আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রমাণিত সম্পর্ক নেই।"

তবে উপজেলা আহ্বায়ক আলতাফুর রহমান খসরু বলেন, "বলয়ভিত্তিক কমিটি হয়েছে। এটি মিজান গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি কিছুই জানিনা"

মান্নারগাও ইউনিয়ন বিএনপির আহবায়কে বহিষ্কারব দাবি Reviewed by প্রান্তিক জনপদ on 7/22/2025 07:43:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.